মালয়েশিয়ার রাজধানীর কুয়ালালামপুরের দাতারান মের্দেকায় (স্বাধীনতা চত্বর) আগামী রবিবার ফিলিস্তিনি জনগণের সংগ্রামের সাথে সংহতির নিদর্শন হিসেবে এক লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
'গাজার সাথে মালয়েশিয়াকু' নামের এ সমাবেশে এবং গাজাবাসীর জন্য প্রার্থনায় যোগদানের জন্য মালয়েশিয়ার জনগণকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানটি ফিলিস্তিনি জনগণের সাথে মালয়েশিয়ার সংহতির প্রতীক হয়ে উঠবে বলেও কেউ কেউ বলেছেন।
ইসলামিক অর্গানাইজেশন অব মালয়েশিয়া এবং সিন্টা গাজা মালয়েশিয়ার যৌথ আয়োজরে সমাবেশ সুমুদ নুসানতারা কার্নিভাল ২০২৫ এর মূল আকর্ষণ।
ইসলামিক অর্গানাইজেশন অব মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক ড. আহমদ সানি আব্দুল আলিম আরাবির মতে সমাবেশটি মাগরিবের নামাজের পর শেখ আব্দুল করিম আল-মাক্কির নেতৃত্বে শুরু হবে।
এরপর প্রধানমন্ত্রীর বিশেষ বক্তৃতা, গাজার জন্য সুমুদ নুসানতারা ঘোষণাপত্র পাঠ, সুমুদ নুসানতারা ফ্লোটিলা প্রতিনিধিদলের প্রস্থান এবং কুনুত নাজিলাহের পাঠ অনুষ্ঠিত হবে।
হাবিব আলী জয়নাল আবিদিন আসেগাফের নেতৃত্বে মাজেলিস আজজাহিরের কাসিদা পরিবেশনাও রাতটিকে প্রাণবন্ত করে তুলবে।
তিনি বলেন, আমরা এমন এক ঢেউয়ের মধ্যে আছি, একটি বিশ্বব্যাপী ঢেউ যা সমগ্র বিশ্বকে জেগে উঠতে এবং যুদ্ধের অবসান ও সাহায্যের জন্য রাফাহ রুট খোলার আহ্বান জানাতে উদ্বুদ্ধ করছে।
সমগ্র মালয়েশিয়া এবং আটটি দেশ থেকে এক হাজারেরও বেশি যানবাহন ফিলিস্তিনি পতাকা উড়িয়ে দাতারান মের্দেকার দিকে স্থল কাফেলায় যোগ দেবে, যা দ্বীপপুঞ্জের জনগণের সংহতির চিত্র পূর্ণ করবে।
জনসাধারণকে তাদের পরিবারের সাথে সাদা পোশাক পরে উপস্থিত থাকার এবং সমাবেশটি সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে গণপরিবহন ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ