ফরিদপুরের সদরপুরে আদালতের আদেশ অমান্য ও পৈতৃক সম্পত্তি দখল করে জোরপূর্বক মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে দুই প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম সদরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
রফিকুল ইসলামের অভিযোগ, সদরপুর উপজেলার দক্ষিণ চরবিষ্ণুপুর মৌজার বিভিন্ন খতিয়ানভুক্ত জমি তার মা রওশন আরা বেগম ও খালাদের পৈতৃক ওয়ারিশকৃত সম্পত্তি। উক্ত জমি বণ্টন না করেই তার খালাতো ভাই বোরহান উদ্দিন মিয়া ও নজরুল ব্যাপারি জোরপূর্বক পাকা ভবন ও দোকানঘর নির্মাণ শুরু করেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত বোরহান মিয়ার মোবাইলে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। সদরপুর থানার ওসি সুকদেব রায় বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।