নারায়ণগঞ্জের ফতুল্লার একটি গামেন্টস কারখানার ছাঁটাইকৃত ২২০ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করে এ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও দুই মাস ১২ দিনের সার্ভিস মজুরিসহ সব পাওনা পরিশোধের দাবি জানায়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন ঘটনাস্থলে এসে তাদের শান্ত করার চেষ্টা করেন। পরে শ্রমিকদের ১৫ সদস্যের প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে যায়। প্রশাসন থেকে তাদের দাবি মানার উদ্যোগ নেওয়া হবে আশ্বস্ত করলে তারা বিক্ষোভ প্রত্যাহার করেন।
শ্রমিকদের অভিযোগ, চলতি বছরের ২ আগস্ট তুচ্ছ ঘটনায় মালিকপক্ষ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেন। পরে ২২০ জন শ্রমিককে কোনো প্রকার পাওনা পরিশোধ না করেই ছাঁটাই করা হয়। কারখানা কর্তৃপক্ষ বলছে শ্রমিকরা নিজ প্রতিষ্ঠানে ভাঙচুর এবং কর্মকর্তাদের মারধর করেছে। সহিংসতায় জড়িতদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ২২০ জনকে বরখাস্ত করা হয়। শ্রম আইন মেনেই সবকিছু করেছি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াছমিন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।