নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে সামছুল হক (৩৬) নামে প্রবাস ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে স্বল্পেরচক এলাকার সমরক্ষেত্র ’৭১ এর পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সবুজ (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সবুজ পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার ইয়ানবী মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সামছুল হকের কাছ থেকে বৃহস্পতিবার রাতে তার বন্ধু সবুজ মিয়া একটি মোবাইল ফোন কেনেন। ফোনটি নষ্ট হয়ে যাওয়ায় সবুজের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।