ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনের প্রেক্ষাপটে বিভিন্ন গ্রুপে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
শুক্রবার (২২ আগস্ট) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “এ ধরনের নোংরামির বিরুদ্ধে আমরা সত্য প্রকাশ করলে তা অনলাইনে ডিলেট করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, “গতকাল আমি জানিয়েছিলাম, আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক চাইলে ডাকসুতে প্রার্থী হতে পারতেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবেশের চাহিদা অনুযায়ী যাদেরকে প্রার্থী করা হয়েছে, তারা নির্বাচনের মাধ্যমে এসেছে। এরপর বিভিন্ন গ্রুপে উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে আমি বলেছি, সভাপতি-সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই ভিপি-জিএস হতে পারবে। এটি পুরোপুরি ভুল এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ।”
অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, “যারা প্রপাগান্ডা ছড়াচ্ছে, তারা বিহাইন্ড দ্য সিন থেকে ফটোকার্ড তৈরি করছে, যা বিকৃত চিন্তাভাবনার পরিচয় বহন করছে। সুস্থ কোনো মানুষ এই অপপ্রচারে যুক্ত হতে পারবে না।”
আবিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে অপতথ্য ছড়ানো বন্ধ না হলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে না। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং প্রপাগান্ডা ও মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল