যুক্তরাজ্য বৃহস্পতিবার (২১ আগস্ট) ইসরাইলি রাষ্ট্রদূত জিপি হোটোভেলিকে তলব করেছে। পশ্চিমতীর ফিলিস্তিনের ই১ এলাকাতে নতুন বসতি নির্মাণের অনুমোদনের প্রতিবাদে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এই পদক্ষেপ নিয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২১টি আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে যুক্তরাজ্য এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, এই বসতি পরিকল্পনা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হবে এবং ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রকে দুই ভাগে বিভক্ত করবে। এর ফলে দ্বি-রাষ্ট্রীয় সমাধান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জেরুজালেমের পূর্বাঞ্চলে মা’আলে আদুমিম এলাকায় ৩,৪০১টি বসতি ইউনিট এবং আশেপাশের এলাকায় আরও ৩,৫১৫টি ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছেন। এই প্রকল্পের লক্ষ্য পশ্চিম তীরকে দুটি ভাগে বিভক্ত করা, উত্তর ও দক্ষিণ শহরের সংযোগ বিচ্ছিন্ন করা এবং পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করা।
বিডি প্রতিদিন/আশিক