আগামী সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ফিফা উইন্ডোকে ঘিরে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) রবিবার তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে, বাংলাদেশ দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তারা।
৬ সেপ্টেম্বর কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। তিন দিন বিরতির পর ৯ সেপ্টেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে প্রস্তুতি সেরে নিতে ম্যাচগুলো আয়োজন করছে নেপাল। বাছাইয়ে তারা রয়েছে ‘এফ’ গ্রুপে মালয়েশিয়া, লাওস ও ভিয়েতনামের সঙ্গে। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই হার দেখেছে দলটি। আগামী ৯ অক্টোবর তারা খেলবে ভিয়েতনামের বিপক্ষে।
বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে শুরু করলেও পরের ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারে। আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ারা।
বিডি প্রতিদিন/মুসা