ঝিনাইদহের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ উপপরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় চারজন মৃত্যুদন্ড ও চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহাবুব আলম এ রায় দেন।
জানা যায়, ২০১১ সালের ২৪ আগস্ট ভেটেরিনারি কলেজের পাশে ডোবা থেকে মিরাজুল ইসলামের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই পুলিশ বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত নামাদের আসামি করে হত্যা মামলা করে।