ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন- ২০২৫ উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা, নির্বাচনী প্রচারণা ও প্রার্থিতা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন।
আজ সোমবার প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় ছবি অপ্রদর্শিত রাখতে চান, তারা আগামী ২৭ আগস্টের মধ্যে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে পারবেন। অন্যদিকে ছাত্রী হলগুলোতে নির্বাচনী প্রচারণার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট হলের অনাবাসিক ছাত্রী এবং অন্যান্য হলের আবাসিক ও অনাবাসিক প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও বিভিন্ন আবেদন বিবেচনায় তা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তর ও হল কর্তৃপক্ষের জন্য তালিকাটি উন্মুক্ত থাকবে।
মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিল নিষ্পত্তির পর যাচাই-বাছাই শেষে আবেদনকারীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আপিল নিষ্পত্তি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে গঠিত ট্রাইব্যুনাল কমিটি গত ২৪ আগস্টের বৈঠকে জুলিয়াস সিজার তালুকদার ও বায়েজিদ বোস্তামীকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে। এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সিন্ডিকেটে পাঠানো হয়েছে।
অন্যদিকে আসাদুজ্জামান জিলানী ও মো. খায়রুল আলমের বিরুদ্ধে আনা অভিযোগ যথাযথভাবে প্রমাণিত হয়নি এবং অভিযোগপত্রে অভিযোগকারীর স্বাক্ষর না থাকায় তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের স্বচ্ছতা, সুষ্ঠু পরিবেশ ও শান্তিপূর্ণ সম্পাদনের জন্য সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ