বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে ট্রলার থেকে বিপুল পরিমাণ চরঘেরা জাল ও খুঁটিসহ আটক তিন জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার মৎস্য অধিদপ্তরের অভিযানে আটকের পর জরিমানা করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস শিকদার।
দণ্ডিত জেলেরা হলেন-হিজলা উপজেলার দক্ষিণ চর দেবুয়া গ্রামের আবুল কাসেম কাজীর ছেলে আলাউদ্দিন কাজী (৪৫), একই এলাকার আব্দুল হামেদ কাজীর ছেলে সাইদুল কাজী (৩০) ও বেলায়েত হোসেন শিকদারের ছেলে আব্দুল হাই শিকদার (৫০)।
হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মুন্সিগঞ্জের পট্টি এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ চরঘেরা জাল কিনে রওনা দেয় জেলেরা। গোপনে এ খবর পেয়ে মেঘনার শাখা নদীর মৌলভীর হাট এলাকায় অভিযান করা হয়। এ সময় একটি ট্রলার ধাওয়া করে সাড়ে ৬০০ খুঁটি ও ২১ বান্ডিল চরঘেরা জালসহ তিন জেলেকে আটক করা হয়। পরে তাদের হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস শিকদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়াও উদ্ধার করা জাল ও খুঁটি পুড়িয়ে ফেলার নির্দেশ দেন।
মৎস্য কর্মকর্তা বলেন, জরিমানা অর্থ ও মুচলেকা দেওয়ার পর জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। জাল ও খুঁটি পুড়িয়ে ফেলা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই