জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেনীর ছাগলনাইয়ায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সভা অনুষ্ঠিত হয় উপজেলা অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টারে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন, “ফ্যাসিবাদীরা আমার ওপর যে নির্যাতন চালিয়েছে তা ভাষায় প্রকাশের মতো নয়। ১৭ বছরে আমাকে ১২ বার জেলে যেতে হয়েছে, সাড়ে তিন বছর কারাভোগ করেছি। তবুও আন্দোলন-সংগ্রামে কখনো পিছপা হইনি।”
তিনি আরও বলেন, কর্মীদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, আমি প্রতিবাদ করেছি—কখনো গ্রেফতারের ভয় পাইনি। শহীদ জিয়া, কোম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের প্রতি অটল থেকেছি।
জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে মজনু জানান, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে কমিটি গঠন করা হবে। ফেনী-১ আসনের ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় মাসব্যাপী সদস্য নবায়ন কার্যক্রম চলবে, যা একজন কেন্দ্রীয় নেতা উদ্বোধন করবেন।
সভায় সভাপতিত্ব করেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিএ।
এছাড়া বক্তব্য রাখেন রাধানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল হক মাবু, ঘোপাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মোস্তফা, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য মশিউর রহমান প্রমুখ। সভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল