অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান। তিনি ময়মনসিংহের এপিবিএন-২ এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার সীমান্ত এলাকায় প্রবেশকালে তিনি আটক হন।
জানা যায়, তার বাড়ি নীলফামারীতে। আগের সরকারের সময় তিনি রংপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার পদে কর্মরত ছিলেন। তিনি আবু সাঈদ হত্যা মামলার চার্জশিটভুক্ত (৪ নম্বর) আসামি। তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। সরকার পতনের পরই গা-ঢাকা দিয়েছিলেন তিনি। কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
আটক আরিফুজ্জামানের বিরুদ্ধে ভারতীয় ফরেনার্স এবং পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে। গতকাল তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (জেলহাজতে) নির্দেশ দেন অতিরিক্ত মুখ্য বিচারক। এদিকে কলকাতার মেয়র ও পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিএসএফ অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে। আবার তারাই গ্রেপ্তার করছে। বিএসএফ যদি তাদের না ঢোকায়, তবে তারা প্রবেশ করছে কীভাবে?’