রংপুরে কষ্টিপাথরের একটি মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব। পাচারকারীরা এই মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার ভেরবেড়ি ইউনিয়নের আমরত শাহ গ্রামের তছির উদ্দিনের ছেলে আব্দুল মাজেদ (৫০) এবং বীরগঞ্জ উপজেলার ভোগডোমা এলাকার বরকত আলী শেখের ছেলে আলী আজম (৬৫)।
মঙ্গলবার দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে খানসামা উপজেলার আমরত শাহ গ্রামে আব্দুল মাজেদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে রান্নাঘর থেকে ৯ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আসামিরা র্যাবকে জানান, তারা মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিডি-প্রতিদিন/মাইনুল