ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’য় যোগ দিতে বুলেট-প্রুফ বাইক চালিয়েছেন বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের সঙ্গেই অন্য আরেকটি বুলেট বাইক চালিয়ে এতে অংশ নেন রাষ্ট্রীয় জনতা দল আরজেডি নেতা তেজস্বী যাদবও। গতকাল রাজ্যের পূর্ণিয়া’তে তাদের উভয়কেই বাইক চালাতে দেখা যায় এবং সেই বাইক চালিয়েই আরাড়িয়া জেলায় প্রবেশ করেন। রাহুল ও তেজস্বী যাদবের সাথে কংগ্রেস ও আরজেডির বহু দলীয় কর্মী, সমর্থকরা পিছনে বাইক নিয়ে আসতে থাকেন। এ সময় রাস্তার দুই পাশে বহু সাধারণ মানুষ তাদের অভ্যর্থনা জানান। এ সময় রাহুলের পরনে ছিল সাদা টি শার্ট, অন্যদিকে তেজস্বী যাদবের পরনে ছিল হলুদ টি শার্ট। এদিন পূর্ণিয়া-আরাড়িয়া সড়কে বাইক চালানোর সময় হঠাৎ করেই নিরাপত্তা রক্ষীদের বেষ্টনি ভেদ করে এক যুবক সে র্যালিতে ঢুকে পড়েন। একসময় রাহুলের বাইকের সামনে চলে আসায় রাহুলকে তার বাইক থামাতে হয়। পেছন থেকে ছুটে আসেন তাঁর নিরাপত্তারক্ষীরা। যদিও তারই মধ্যে রাহুলকে জড়িয়ে ধরে তাঁর বাম কাঁধে চুমু খান ওই যুবক। দ্বিতীয়বারের জন্য ওই যুবক ফের রাহুলের কাছে আসার চেষ্টা করতেই নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে দেন। উল্লেখ্য, গত ১৭ আগস্ট বিহারের সাসারাম থেকে ‘ভোটার অধিকার যাত্রা’র সূচনা করেন রাহুল। ১৬ দিনের যাত্রায় বিহারের ২০টির বেশি জেলা ঘুরবেন রাহুলরা। সেক্ষেত্রে এই যাত্রাপথে ১,৩০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন তারা। আগামী ১ সেপ্টেম্বর পাটনায় এই যাত্রা শেষ হবে। ওইদিন পাটনা ময়দানে এক বিশাল সভার আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’র সদস্য দলগুলোর নেতারাও।
শিরোনাম
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
বাইক চালিয়ে ভোটের প্রচারে রাহুল
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর