বিএনপি কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে নির্বাচনি ও সাংগঠনিক কাজে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের বাধাদান, হেনস্তা ও হামলার অভিযোগ করেছে জামায়াত। একই সঙ্গে এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্মীদের এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে নোয়াখালীর সোনাইমুড়ী, নওগাঁ ও ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, ‘নারী কর্মীদের ওপর হামলা আমাদের আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলের কথাই স্মরণ করিয়ে দেয়, যা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয়। বিএনপি কর্মীদের এ ধরনের অরাজনৈতিক কর্মকা থেকে বিরত রাখার জন্য নেতাদের প্রতি আহ্বান জানাই। অন্যথায় পরিস্থিতির আরও অবনতি হলে দেশের সাধারণ মানুষ এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে অবাক হওয়ার কিছু থাকবে না।’
বিবৃতিতে বলা হয়, ‘২৮ অক্টোবর বিকালে নওগাঁ শহরের বোয়ালিয়ায় জামায়াতের নারী সদস্যদের নির্বাচনি উঠান বৈঠকে সাব্বির পাপ্পু নামে এক যুবক নারীদের সঙ্গে তর্কে জড়ায় এবং বৈঠক পণ্ড করার অপচেষ্টা চালায়। একপর্যায়ে সে হামলাও করে। অন্যদিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে নারী কর্মীদের কোরআন তালিমের একটি ক্লাসের শুরুতে বাধা দেয়, চেয়ার ভাঙচুর করে এবং নারীদের হেনস্তা করে।
কোরআন তালিম করতে আসা নারীদের জোর করে বের করে দেয়। এ ছাড়া ২০ অক্টোবর সকাল ১০টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তরপাড়ায় মহিলা কর্মীরা নিয়মিত গণসংযোগে বের হলে স্থানীয় বিএনপি নেতা আফরাফুল, হানিফ, শাহিন ও সবুজের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে পাঁচজন নারী ও তিনজন পুরুষ কর্মী গুরুতর আহত হন।’