রাসেলস ভাইপারের মতো বিষধর সাপের অ্যান্টিভেনম (প্রতিষেধক) তৈরি হচ্ছে দেশের একমাত্র গবেষণাপ্রতিষ্ঠান ভেনম রিসার্চ সেন্টারে। ইতোমধ্যে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম তৈরির পর ক্লিনিক্যাল ট্রায়াল শেষে সফলতাও পাওয়া গেছে। এর মাধ্যমে বাংলাদেশের ভেনম গবেষকরা অ্যান্টিভেনম তৈরিতে সাফল্যের চূড়ান্ত দ্বারপ্রান্তে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিত্যক্ত দ্বিতল একটি ভবনের নিচতলায় ‘ভেনম রিসার্চ সেন্টার’ পরিচালিত হচ্ছে। প্রায় আট বছর আগে চারটি সাপ দিয়ে শুরু করা গবেষণা সেন্টারটিতে সাপের ডিম থেকে বাচ্চা ফুটে সংখ্যা বেড়ে এখন ১০ প্রজাতির ৪০০ সাপ রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকেও বিষধর সাপ সংগ্রহ করা হয়। ভেনম রিসার্চ সেন্টারে পোষা সাপের বিষ দিয়েই তৈরি হচ্ছে প্রতিষেধক।
ভেনম রিসার্চ সেন্টারের প্রধান গবেষক, চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, ‘রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম তৈরি করে ইঁদুরের শরীরে পরীক্ষা চালিয়েছি। বলা যায় সফলও হয়েছি। গবেষণা প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। সরকার অনুমোদন দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেব।’
রিসার্চ সেন্টারের প্রধান সমন্বয়ক, চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহ আবু সাঈদ বলেন, ‘গবেষণায় নতুন প্রতিষেধক উদ্ভাবন করা হয়েছে। বলতে পারি ভারতের অ্যান্টিভেনম থেকে এখানে তৈরি প্রতিষেধক বেশি কার্যকর।’