গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদীর উপর বেইলি ব্রিজ পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা বলেন, তুরাগ নদীর উপর অবস্থিত বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে টঙ্গী, আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার লাখো মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল। তবে বিআরটি প্রকল্পের আওতায় উড়ালসড়ক নির্মাণের সময় বিআরটি কর্তৃপক্ষ ব্রিজটি ভেঙে নিয়ে যায়, ফলে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে টঙ্গী বাজারের ব্যবসায়ীরা ও ক্রেতারা নিয়মিত চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন। বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুততম সময়ে বিকল্প বা নতুন বেইলি ব্রিজ নির্মাণের দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বিক্ষোভে অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, জসিম উদ্দিন বাট, রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, সরকার শাহনূর ইসলাম রনিসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
বিডি প্রতিদিন/জামশেদ