বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও খরনা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবু তালেবকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে গয়নাকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবু তালেব ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি খরনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, আবু তালেবের বিরুদ্ধে শাজাহানপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতার আসামিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই