লিডস ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেলেও ম্যাচ শেষে দুশ্চিন্তায় আর্সেনাল। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্টিন ওডেগার্ড ও বুকায়ো সাকা ম্যাচের মধ্যে চোট পেয়ে মাঠ ছাড়েন। তবে বড় ধাক্কা এসেছে সাকাকে নিয়ে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকাকে। লিডসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার আগে একটি গোলও করেছিলেন ২৩ বছর বয়সী এই তরুণ। তবে পুরনো হ্যামস্ট্রিং সমস্যাই আবার ফিরে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
গত মৌসুমেও একই ধরনের চোটে তিন মাস মাঠের বাইরে ছিলেন সাকা।
আসন্ন কয়েকটি ম্যাচে আর্সেনালের জন্য সাকার না থাকা বড় এক ধাক্কা। শনিবার তারা মুখোমুখি হবে লিভারপুলের, এরপর রয়েছে নটিংহাম ফরেস্ট ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। সাকা ফিরতে না পারলে এই ম্যাচগুলোতে তাকে ছাড়াই লড়তে হবে মিকেল আর্তেতার দলকে।
শুধু আর্সেনাল নয়, সাকার চোটে চিন্তায় পড়েছে ইংল্যান্ড দলও। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে খেলবে ‘থ্রি লায়নস’। সাকা না থাকলে আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি হবে।
তবে কিছুটা স্বস্তির খবর হচ্ছে, মার্টিন ওডেগার্ডের কাঁধের চোট গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে। ফলে সামনে তিনি খেলতে পারবেন বলেই আশা করছে আর্সেনাল।
বিডি প্রতিদিন/মুসা