মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে ভারত।
দেশটির পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা কার্যকর হতে আর মাত্র দুই দিন বাকি আছে। এর আগেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল করতে নতুন লবিস্ট নিয়োগ দিল ওয়াশিংটনে নিযুক্ত ভারতীয় দূতাবাস। দর কষাকষির জন্য মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের সাবেক সিনেটর ডেভিড ভিটেরকে নিয়োগ দিয়েছে তারা।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নতুন লবিস্টের জন্য আগস্ট ও নভেম্বরের মাঝামাঝি সময়ের জন্য ৭৫ হাজার ডলার ব্যয় করবে নয়াদিল্লি। এক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা করতে লবিস্ট বাবদ দেশটির খরচ হবে প্রায় দুই লাখ ২৫ হাজার ডলার। আগে যেই লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি হয়েছে তার তুলনায় বর্তমান ব্যয় অনেক বেশি।
এর আগে ট্রাম্পের উপদেষ্টা জেসন মিলারের এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামক ফার্মের জন্য এক দশমিক ৮ মিলিয়ন ডলার খরচ করেছে মোদি সরকার। মার্কারি পার্টনার ব্রায়ন লাঞ্জা এর আগে ট্রাম্প প্রশাসনের কমিউনিকেশন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সস্তায় রাশিয়ার তেল আমদানি করায় ভারতের ওপর শাস্তিমূলক ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। এতে দুই দেশের সম্পর্কে ফাটল তৈরি হয়েছে। ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক থেকে রেহাই পেতেই দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছে নয়াদিল্লি। বর্তমানে যুক্তরাষ্ট্রে রফতানি করা ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক রয়েছে, যা এ সপ্তাহের বুধবার থেকে ৫০ শতাংশে ঠেকবে। অতিরিক্ত এই শুল্ক মওকুফ করতেই নতুন করে লবিস্ট নিয়োগ করা হয়েছে।
গত সপ্তাহে হোয়াইট হাউসের বাণিজ্যিক উপদেষ্টা পিটার ন্যাভারো বলেছেন, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ হবে। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ