ঢাকার বনানী ব্যস্ততা, যানজট, কোলাহল আর যান্ত্রিক জীবনযাত্রার এক নিরবচ্ছিন্ন চিত্র। অথচ এ নগর কোলাহলের ভিতরেই গড়ে উঠেছে এক ভিন্ন জগৎ, যেখানে কংক্রিটের দেয়াল ছাপিয়ে স্বপ্ন আঁকে তরুণ-তরুণীরা। এফআইইউ (Fareast International University)-এর স্থাপত্য বিভাগ সেই ভিন্ন জগতের নাম। যানজট, কোলাহল আর কংক্রিটের ভিড়ের মাঝেই ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) স্থাপত্য বিভাগ গড়ে উঠেছে ২০১৩ সালে। শুরুর গল্পটা সহজ ছিল না। বিভাগটি গড়ে উঠেছিল সীমিত পরিসরে, যেখানে স্বপ্ন ছিল বড় কিন্তু পথ ছিল কণ্টকাকীর্ণ। সে সময় থেকেই ধীরে ধীরে এটি বিকাশ লাভ করেছে। যুক্ত হয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও উদ্যমী শিক্ষার্থীদের সমন্বয়ে সমৃদ্ধ হয়েছে পাঠ্যক্রম। বিশেষ করে আমাদের বিভাগের দায়িত্বশীল শিক্ষক-শিক্ষিকা যোগ দেওয়ার পর শিক্ষার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ হয়েছে। আমরা বিভাগটিকে সাজাতে শুরু করি, যেন এক চিত্রকর সাদা ক্যানভাসে নানা রঙের আঁচড় কাটছেন ধীরে ধীরে। শিক্ষকদের দক্ষতা বাড়ানো থেকে শুরু করে শিক্ষার্থীদের শেখার পরিবেশ তৈরি করা, সব কিছুই আসে নতুন করে।
প্রতিদিন শিক্ষার্থীদের ভিড় জমে ওঠে ছোট্ট এক ক্যাম্পাসে, চারপাশে শহরের চাপ, ট্রাফিক আর সীমিত জায়গার কারণে অনেক সময় শ্রেণিকক্ষ এবং প্রজেক্টের কাজ কঠিন হয়ে পড়ে। স্থাপত্য শিক্ষা যেখানে কল্পনা ও নান্দনিকতার বিকাশ ঘটানোর জায়গা, সেখানে ব্যস্ত নগরীর কোলাহল প্রায়ই হয়ে ওঠে বড় বাধা। তবুও সেই চ্যালেঞ্জ পেরিয়েই নিজস্ব স্বকীয়তাই এগিয়ে যাচ্ছে (এফআইইউ)-এর স্থাপত্য বিভাগ। এ সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠার স্বপ্ন নিয়েই এগোচ্ছে বিশ্ববিদ্যালয়। শিগগিরই বিভাগটি স্থানান্তরিত হবে উত্তরার স্থায়ী ক্যাম্পাসে। বনানীর কোলাহল পেরিয়ে শিক্ষার্থীরা তখন পৌঁছে যাবে প্রকৃতির কাছাকাছি, যেখানে থাকবে সবুজ পরিবেশ, খোলা মাঠ আর বিস্তৃত অবকাঠামো। স্থাপত্য পড়াশোনার জন্য যা একেবারে আদর্শ পরিবেশ-প্রকৃতির সান্নিধ্যে নকশা শেখা, টেকসই স্থাপত্যের ধারণা অর্জন করা।
ক্লাসরুমের বাইরেও (এফআইইউ) স্থাপত্য বিভাগের পরিচিতি তার প্রাণবন্ত আয়োজন। বসন্তবরণ, পিঠা উৎসব কিংবা জাতীয় দিবস, উৎসব সবই পালন করা হয় অনাড়ম্বর কিন্তু অনন্য উৎসবের আবহে। শিক্ষার্থীরা প্রতি বছর বের হয় শিক্ষা সফরে, কখনো সংসদ ভবনের স্থাপত্য বিস্ময় দেখতে, কখনো বা দেশের গ্রামীণ ঐতিহ্যের ভিতর ডুব দিতে। স্ব-পেশায় দেশের স্বনামধন্য স্থপতিদের নিয়ে আমরা আয়োজন করি লেকচার সেশন। এ ছাড়াও রয়েছে খেলাধুলা- ক্রিকেট আর ফুটবল টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা গড়ে তোলে, আর্টিস্টিক ট্যুরে গিয়ে তারা শিখে সৃজনশীলতার অন্য রকম পাঠ।
এসব আয়োজন, ক্লাসরুম শিক্ষা আর সৃজনশীল পরিবেশ মিলেই ধীরে ধীরে তৈরি হচ্ছে (এফআইইউ)-এর স্বতন্ত্র পরিচয়। এটি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের বিভাগ নয়, বরং এক প্রাণময় শিক্ষাঙ্গন, যেখানে শিক্ষার্থীরা হয়ে ওঠে দায়িত্বশীল নাগরিক ও সৃজনশীল স্থপতি। লক্ষ্য একটাই-জাতীয় পর্যায়ে এমন মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করা, যারা আধুনিক, টেকসই ও নান্দনিক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।