ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের উল্লেখযোগ্য ফলাফল ইরানি প্রেসিডেন্টকে অবহিত করেন পুতিন।
এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ১৫ আগস্টে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দুই নেতার মধ্যে যেসব বিষয়ে আলাপ হয়েছে সোমবার তা টেলিফোনযোগে ইরানের প্রেসিডেন্টকে অবহিত করেছেন পুতিন। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার সময় যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্মেলনের উল্লেখযোগ্য ফলাফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পুতিন। এদিকে ইউক্রেন সংঘাত থামাতে রুশ প্রেসিডেন্টের এই কূটনৈতিক তৎপরতার প্রশংসা করেছেন মাসুদ পেজেশকিয়ান।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর পুতিন বলেন, ইউক্রেন সমস্যা সমাধানের ওপরই তাদের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। এদিকে ট্রাম্প জানিয়েছেন, এখনও সব বিষয়ে একমত হতে পারেনি রাশিয়া ও ইউক্রেন। সূত্র: তাস, ক্রেমলিন, তাসনিম, মেহেরনিউজ
বিডি প্রতিদিন/একেএ