পাকিস্তানের উত্তর উয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে একটি আত্মঘাতী হামলায় অন্তত ৭ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। শুক্রবার এই হামলার ঘটনা নিশ্চিত করেছেন পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা।
নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানে একটি পাকিস্তানি সামরিক শিবিরে জঙ্গিরা হামলা চালিয়েছে। এ ঘটনায় সাত সেনা নিহত এবং ১৩ জন আহত হয়েছে। সামরিক শিবির হিসেবে ব্যবহৃত একটি দুর্গের সীমানা প্রাচীরে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ধাক্কা দেয় একজন, অন্য দুজন সেখানে প্রবেশের চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করা হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
এ হামলার ঘটনাটি ঘটেছে পাক-আফগান সংঘর্ষের পর অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিনে। আফগান সীমান্তে পাল্টাপাল্টি সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চলছে, যা আজ দুপুর ১টায় শেষ হওয়ার কথা।
২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিদায়ের পর কাবুলে ক্ষমতায় ফিরে আসা আফগান তালেবানদের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। পাকিস্তানের দাবি, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান।
বিডি-প্রতিদিন/ আশফাক