প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় রাজবাড়ীতে ১১৩টি অভিযান করেছে প্রশাসন। গত ৪ অক্টোবর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত রাজবাড়ীর পদ্মা নদীতে ৩৭টি মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক শুক্রবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রজনন মৌসুমে পদ্মায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলায় নদীতে সব ধরনের মাছ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় অনেক জেলে ইলিশ আহরোণ বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। গত ৪ অক্টোবর থেকে আজ শুক্রবার পর্যন্ত পদ্মায় ব্যাপক অভিযান পরিচালনা করেছেন প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে ১৩.৫৮ লাখ মিটার কারেন্ট জালসহ ৩৪৮ কেজি মাছ জব্দ করা হয়েছে। এছাড়া ১২২ জন জেলেকে কারাদন্ড দেওয়াসহ ৭৩হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা রয়েছে।
তিনি আরও বলেন, পদ্মার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পিয়ার আলী মোড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে ইলিশের হাট ভেঙ্গে দেওয়া হয়েছে। এছাড়া পদ্মায় নৌ পুলিশ ও কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করেছেন।
তবে স্থানীয়দের অভিযোগ, এ বছর পদ্মায় ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ছিলেন উদাসীন। এছাড়া মৌসুমি জেলেরা আইনের তোয়াক্কা না করে ইলিশ শিকারে করেছেন। সচেতনতা ও দেশপ্রেম থাকলে প্রজনন মৌসুমে তারা হয়তো ইলিশ শিকার করতেন না।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুল উল হক বলেন, প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে আমরা সবোর্চ্চ চেষ্টা করে যাচ্ছি। আগামী ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। জেলা প্রশাসন আমাদের সবথেকে বেশি সহযোগিতা করেছেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নৌপুলিশ আমাদের সহযোগিতা করেছেন। তবে পদ্মায় রাজবাড়ী জেলার থেকে পাবনা জেলার জেলেদের সংখ্যা বেশি দেখেছি। দেশের সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম