পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি ছোট হরিণা জোনের (১২ ব্যাটালিয়ন) সদস্যরা।
বৃহস্পতিবার ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী। তিনি বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়, কলেজ, বাজার কমিটি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এ সময় ভূষণছড়া বাইতুত্ তাতুর আহলে হাদীস জামে মসজিদ মেরামতের জন্য ১৫ বস্তা সিমেন্ট, ফারুকী ই আযম (রহ.) দাখিল মাদ্রাসায় আর্থিক অনুদান, ফারুকী ই আযম (রহ.) হেফজখানা ও এতিমখানায় খাদ্যসামগ্রী, দারুল উলুম নূরানী তা’লীমুল কুরআন একাডেমিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া দরিদ্র পরিবারের জন্য ২টি সেলাই মেশিন, ক্ষতিগ্রস্ত বসতবাড়ি মেরামতের জন্য ঢেউটিন এবং অসুস্থ অসহায় ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়।
লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত রক্ষা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি বিজিবি জনগণের কল্যাণে নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে তাদের সহায়তা করছে বিজিবি।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল