ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র শুরু করতে যাচ্ছে সাক্ষাৎকারভিত্তিক জীবনীমূলক নিয়মিত অনুষ্ঠান ‘ঢাকায় থাকি’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার, আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন। এর অতিথিরা হলেন- সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, অভিনেতা ও মডেল মুকিত জাকারিয়া এবং লোক সংগীতশিল্পী ফকির শাহাবুদ্দিন। বলাবাহুল্য, তাদের তিনজনেরই জন্ম এবং বেড়ে ওঠা চট্টগ্রামে। এ অনুষ্ঠানে তারা স্মৃতিচারণা করেছেন নিজেদের শৈশব, কৈশোর এবং দুরন্ত তারুণ্যের। আর অকপটে বলেছেন, চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ঢাকায় এসে এখানকার সংস্কৃতি অঙ্গনে অবস্থান তৈরি করতে কতটা সংগ্রাম করতে হয়েছিল। নেসার উদ্দিনের প্রযোজনায় ‘ঢাকায় থাকি’ অনুষ্ঠানের প্রথম পর্বটি প্রচার হবে আজ ২৫ আগস্ট। আর এ পর্বের অতিথি পার্থ বড়ুয়া।