পাবনার সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার রাত ১০টার দিকে ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আবদুস সালাম। নিহত যুবদল নেতা ইসলামপুর গ্রামের মোসলেম মাস্টারের ছেলে। তিনি গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আহত ব্যক্তি একই এলাকার আবদুর সবুর মোল্লার ছেলে সজীব মোল্লা (২৪)। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক কারবারি ও পূর্ববিরোধ নিয়ে স্থানীয় কয়েকজনরে সঙ্গে যুবদল নেতা পাভেলের বিরোধ চলছিল। শনিবার রাতে ইসলামপুর বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান পাভেল। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।