নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ শিশু ইমন উদ্দিন (এক মাস) মারা গেছে। গতকাল ভোরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাইনাদী সিআইখোলার রনি সিটি সংলগ্ন এলাকার জাকির খন্দকারের টিনশেড বাড়ির ভাড়া বাসায় বৈদ্যুতিক সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ ঘটে। এতে শিশু ইমন এবং তার বাবা মো. হাসান ও মা সালমা বেগমসহ একই পরিবারের নয়জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।