রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তারা এ বিতরণ কার্যক্রম শুরু করেন। একই সময়ে হলগুলোতেও ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এদিন কেন্দ্রীয় সংসদে পাঁচজন ও হল সংসদে দুজন প্রার্থী মনোনয়ন উত্তোলন করেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে।
আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন দাবি আছে। ছাত্রদল কিছুটা সময় চায়। অন্যান্য সংগঠনও ভিন্ন ভিন্ন মত দিয়েছে। নির্বাচন কমিশন আলোচনা সাপেক্ষে একটি সিদ্ধান্ত নেবে।