নিউইয়র্ক শহরের মেয়র পদে ডেমোক্র্যাট পার্টির মনোনীত প্রার্থী জোহরান মামদানি নির্বাচনী তহবিল সংগ্রহে তার প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছেন। দ্য গার্ডিয়ান'র এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি জনগণের কাছ থেকে পেয়েছেন ১০ লাখ ডলারেরও বেশি অনুদান।
তার তুলনায় নিউইয়র্ক শহরের বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী এরিক অ্যাডামস পেয়েছেন ৪ লাখ ২৫ হাজার ডলার, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো জোগাড় করেছেন ৫ লাখ ৭ হাজার ডলার এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া পেয়েছেন ৪ লাখ ৭ হাজার ডলার।
জোহরান মামদানির প্রচারণা শিবির বলছে, মাত্র পাঁচ সপ্তাহেই ৮ হাজারের বেশি মানুষ তাকে তহবিল দিয়েছেন, যদিও বেশিরভাগ অনুদান এসেছে নিউইয়র্ক শহরের বাইরের দাতাদের কাছ থেকে। তার প্রচারণা মুখপাত্র ডোরা পেকেজ বলেন, "অল্প পরিমাণ অনুদান দানকারী হাজারো মানুষ, ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক এবং নিউইয়র্ক শহরকে বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতির ওপর ভর করেই আমরা এগিয়ে যাচ্ছি।"
আলোচনার কেন্দ্রে থাকা মামদানি ধনীদের সমালোচনায় মুখর হলেও তার প্রচারণায় অনুদান দিয়েছেন ধনকুবেরদের অনেকে, এমনকি বিলিয়নিয়র পরিবার থেকেও এসেছে অনুদান। দানবীর এলিজাবেথ সিমনস চলতি মাসের শুরুতে তার প্রচারে দিয়েছেন আড়াই লাখ ডলার।
উল্লেখ্য, ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন পাওয়ার পর মামদানি বলেছিলেন, তিনি মনে করেন এই বৈষম্যমূলক সমাজে বিলিয়নিয়ার থাকা উচিত নয়।
ফিলিস্তিনপন্থি অবস্থান ও ধনীদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থানের কারণে বিরোধীরা তাকে 'উগ্র-বামপন্থি' বলে সমালোচনা করলেও সাধারণ মানুষের মধ্য থেকে তার প্রতি সমর্থন বাড়ছে। এমনকি কিছু ইহুদি যাজকও তার ন্যায়ভিত্তিক অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন।
কম আয়ের মানুষের পক্ষে সরব এই প্রার্থীর প্রচারণা এখন নিউইয়র্ক শহরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/মুসা