সড়ক দুর্ঘটনায় ভারতের জম্মু-কাশ্মীরের ক্রিকেটার ফারিদ হুসেন মারা গেছেন। কাশ্মীরের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন হুসেন।
আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে গতকাল শনিবার তার মৃত্যু হয়।
গত ২০ আগস্ট স্কুটার নিয়ে যাচ্ছিলেন পুঞ্জের এই ক্রিকেটার। রাস্তার পাশে একটি গাড়ি রাখা ছিল। হুসেন স্কুটার নিয়ে গাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময়, গাড়ির ভেতরে থাকা ব্যক্তি হঠাৎ দরজা খুলে দেন। ফলে গাড়ির দরজার সঙ্গে ধাক্কা লাগে হুসেনের স্কুটারের।
ওই ধাক্কায় ছিটকে পড়ে যান হুসেন। স্থানীয় লোকজন তখন সঙ্গে সঙ্গে আহত হুসেনকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি। হাসপাতালে মৃত্যু হয়েছে তার।
হুসেনের মাথায় গুরুতর চোট লেগেছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনাটি ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছ। সেই সূত্র ধরে তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।
বিডি প্রতিদিন/কেএ