রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছাতে চায় ছাত্রদল। তবে নির্ধারিত সময়েই নির্বাচন চান শিবির ও সমন্বয়করা। পক্ষে-বিপক্ষে রয়েছেন বামজোট ও ছাত্র অধিকার পরিষদ। তবে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার ড. নজরুল ইসলাম বলেন, প্যানের গোছাতে ২ মাস সময় চায় ছাত্রদল। অন্য দলগুলো পক্ষে-বিপক্ষে মত দিয়েছে। আমরা সকলের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত নেবো।
রবিবার বিকালে ভোটকেন্দ্র পরিবর্তন, ছবিসহ ভোটার তালিকা ও নির্বাচন পেছানোর বিষয় নিয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন। এতে ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর ও ছবিসহ ভোটার তালিকার দাবিতে সকলে সম্মত হন। তবে নির্বাচন পেছানোর দাবিতে মতানৈক্য দেখা গেছে।
শিবির সভাপতি মোস্তাকুর জাহিদ বলেন, তফসিল অনুসারে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত না হলে ফের নির্বাচন বানচাল হতে পারে। বিগত সময়েও এমন হয়েছে। তাই পেছানোর সুযোগ নেই।
সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, বৃহৎ একটি ছাত্র সংগঠন হিসেবে এই সময়ের মধ্যে প্যানেল গঠন খুব অসম্ভব কিছু নয়। আমরা যদি পারি তারাও পারবেন। তাছাড়া রাকসু শিক্ষার্থীদের জন্য।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, ছবিসহ ভোটার তালিকা ও একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপনসহ নানা কাজে কিছু সময় লাগবে। কেননা একটু সুষ্ঠু নির্বাচন করছে প্রশাসন এসব কিছুই এখনও করতে পারেনি। ফলে অংশগ্রহণমূলক নির্বাচনসহ সার্বিক দিক বিবেচনা করে আমরা কিছুটা সময় চেয়েছি।
এদিকে নির্বাচন উপলক্ষে মনোনয়ন বিতরণ শুরু হয়েছে। ২৬ আগস্ট পর্যন্ত চলবে। আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দিন কেন্দ্রীয় সংসদে ৭ জন প্রার্থী মনোনয়ন উত্তোলন করেছেন। কেন্দ্রীয় সংসদে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ক্রপ সাইন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের কাজী শাফিউল কালাম, সহকারী গেমস এবং স্পোর্টস বিষয়ক সম্পাদক পদে রিদুয়ানুল হক, মহিলা বিষয়ক সম্পাদক পদে বাংলা বিভাগের নিশা আক্তার ও নির্বাহী সদস্য পদে স্বাধীন খন্দকার। হল সংসদে বেগম খালেদা জিয়া হল থেকে মাহমুদা খাতুন সাধারণ সম্পাদক (জিএস) পদে ও শহিদ হবিবুর হলের সুমন নামের একজন এহিএস পদে মনোনয়ন উত্তোলন করেছেন।
প্রধান কমিশনার ড. নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ আছে। ইতোমধ্যে অনেকে মনোনয়ন উত্তোলন করেছেন। তিনদিন এ কার্যক্রম চলবে।
বিডি প্রতিদিন/আরাফাত