রাশিয়া ও ইউক্রেন আবারও সমান সংখ্যক যুদ্ধবন্দি বিনিময় করেছে। প্রতিটি দেশই অপর পক্ষকে ১৪৬ জন বন্দি ফেরত দিয়েছে। এ বিনিময় প্রক্রিয়াটি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ফেরত আসা রুশ সেনাদের বেলারুশে রাখা হয়েছে। সেখানে তারা চিকিৎসা ও মানসিক সহায়তা পাচ্ছেন। একইসঙ্গে ইউক্রেনও ১৪৬ জন সেনাকে ফিরিয়ে নিয়েছে।
এছাড়া ইউক্রেনে আটক রাখা রাশিয়ার কুরস্ক অঞ্চলের আটজন সাধারণ নাগরিককেও এই চুক্তির আওতায় ফেরত দেওয়া হয়েছে। কুরস্ক অঞ্চলটি ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত।
২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের মধ্যে খুব কম ক্ষেত্রেই সরাসরি সহযোগিতা দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বাস্তবসম্মত উদ্যোগ হলো এ ধরনের বন্দি বিনিময় প্রক্রিয়া। এ বছর ইতিমধ্যে কয়েক দফায় শত শত বন্দি ফেরত দেওয়া হয়েছে।
রাশিয়ার দাবি, শনিবার রাতে ইউক্রেন তাদের ওপর ড্রোন হামলা চালিয়েছে। এতে কুরস্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিন নম্বর রিঅ্যাক্টরে আগুন ধরে যায় এবং একটি গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ওই রিঅ্যাক্টরের উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে আসে। রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়, একাধিক বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা এ হামলার লক্ষ্যবস্তু ছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল