কুমিল্লায় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাসটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
রবিবার (২৪ আগস্ট) জেলার দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের খাদঘর এলাকার মানামা হোটেলের সামনে থেকে বাসটি জব্দ করা হয়।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার (২২ আগস্ট) মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে হানিফ পরিবহনের বাসটি উল্টা পথে আসায় তাকে সাইড দিয়ে গিয়ে দ্রুত গতিতে আসা সিমেন্টবোঝাই একটি লরি রাস্তা পার হওয়ার অপেক্ষায় থাকা প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের বাবা-মা ও দুই ছেলে নিহত হয়।
দুর্ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাসটিকে শনাক্ত করা হয়। সিসিটিভির ফুটেজে দেখা যায়, হানিফ পরিবহনের বাসটি উল্টো পথে চলাচল করার কারণেই দুর্ঘটনাটি ঘটেছিল।
ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, বাসটি শনাক্তের পর পুলিশের অভিযান অব্যাহত থাকে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার খাদঘর এলাকার মানামা হোটেলের সামনের মাঠ থেকে বাসটি জব্দ করা হয়। তবে এ সময় বাসটির চালক-হেলপার কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর বাসটিকে খাদঘর এলাকায় রেখে আত্মগোপনে চলে যান চালক এবং হেলপার। তাদেরকে গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/জামশেদ