বালকদের কাছে ফের বিপর্যস্ত হলেন নিগার সুলতানারা। প্রথম ম্যাচে বিসিবি অনূর্ধ্ব-১৫ বালক দলের কাছে হেরেছিল ৮৭ রানে। গতকাল হেরেছে ৮ উইকেটে। হারের চেয়েও আলোচিত বিষয় নিগারদের মাত্র ৪৯ রানে অলআউট! নারী বিশ্বকাপ শুরু ৩০ সেপ্টেম্বর। নিগাররা বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছেন ওমেন্স চ্যালেঞ্জ কাপ খেলে। জাতীয় দলের ক্রিকেটাররা বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ নামে খেলেছেন। চ্যালেঞ্জ কাপের আরেকটি দল বিসিবি অনূর্ধ্ব-১৫। নিগারের নেতৃত্বে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলটি কেমন করবে বিশ্বকাপে? বালকদের বিপক্ষে নিগারদের ম্যাচ দুটির পর ক্রিকেটপ্রেমীদের ধারণা, বিশ্বকাপে নিগারদের সাফল্য পেতে কঠিন লড়াই করতে হবে। নিগার বাহিনীর যাচ্ছেতাই ব্যাটিংয়ের পর নানাভাবে ট্রল করা হচ্ছে। জাতীয় দলে খেলা এক ক্রিকেটার নারী ক্রিকেটারদের ট্রল করায় বিব্রত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লেখা পোস্ট করেছেন, ‘নারী লাল দল হেরেছে অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের সঙ্গে। হ্যাঁ, এটা সত্যি। হারটা কষ্টের। কিন্তু আরও কষ্টের হলো মানুষের প্রতিক্রিয়া। অনেকেই ভেবেছেন এটা নাকি মূল জাতীয় দলের বিরুদ্ধে ছিল, আবার অনেকে এমনভাবে ট্রল করছে যেন এ মেয়েগুলো বাংলাদেশের না, কোনো ভিনদেশি দল! তাদের কথা শুনে মনে হয়, নারী ক্রিকেটারদের জন্য তাদের কোনো সম্মান, সহানুভূতি বা বিন্দুমাত্র দায়বদ্ধতাও নেই। যারা আজ ট্রল করে মজা নিচ্ছে, তারা কখনো নারী ক্রিকেটের খোঁজ নেয়? গঠনতন্ত্র, ইনফ্রাস্ট্রাকচার, প্রস্তুতির অবস্থা এসব নিয়ে এক দিনও ভাবছে? নারী ক্রিকেটারদের অবদান বা সংগ্রাম নিয়ে তারা কখনো কথা বলে না, অথচ একজন ক্যাপ্টেনের আবেগঘন কথা নিয়েও ট্রল করেছিল কয়েক দিন আগে। এই কি আমরা? এই কি আমাদের মনুষ্যত্ব? আমরা ভুলে যাই, এরা আমাদেরই মেয়ে, বোন। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কঠিন পরিশ্রম করে। সমালোচনা হোক গঠনমূলক, সহযোগিতা হোক হৃদয় থেকে। ট্রল করে, ছোট করে কাউকে দমিয়ে দিয়ে কখনো উন্নতি আনা যায় না। সম্মান দিতে শিখুন, খেলাটাকেও সম্মান করুন।’ বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ভালো করেই জানতেন বালক অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে খেলা কঠিন হবে। শক্তির ব্যবধান থাকলেও প্রস্তুতিটা ভালো হবে জানতেন, ‘বালক অনূর্ধ্ব-১৫ দলই প্রতিপক্ষ হিসেবে সঠিক। এমন একটি দলের সঙ্গে খেলে প্রস্তুতি নেওয়াই ঠিক আছে। বিশ্বকাপের দলগুলোর বোলিং শক্তি অনেকটাই অনূর্ধ্ব-১৫ দলে মতোই।’
শিরোনাম
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
- রাজধানীর সবুজবাগ থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১
৪৯ রানে অলআউট নিগাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর