বালকদের কাছে ফের বিপর্যস্ত হলেন নিগার সুলতানারা। প্রথম ম্যাচে বিসিবি অনূর্ধ্ব-১৫ বালক দলের কাছে হেরেছিল ৮৭ রানে। গতকাল হেরেছে ৮ উইকেটে। হারের চেয়েও আলোচিত বিষয় নিগারদের মাত্র ৪৯ রানে অলআউট! নারী বিশ্বকাপ শুরু ৩০ সেপ্টেম্বর। নিগাররা বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছেন ওমেন্স চ্যালেঞ্জ কাপ খেলে। জাতীয় দলের ক্রিকেটাররা বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ নামে খেলেছেন। চ্যালেঞ্জ কাপের আরেকটি দল বিসিবি অনূর্ধ্ব-১৫। নিগারের নেতৃত্বে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলটি কেমন করবে বিশ্বকাপে? বালকদের বিপক্ষে নিগারদের ম্যাচ দুটির পর ক্রিকেটপ্রেমীদের ধারণা, বিশ্বকাপে নিগারদের সাফল্য পেতে কঠিন লড়াই করতে হবে। নিগার বাহিনীর যাচ্ছেতাই ব্যাটিংয়ের পর নানাভাবে ট্রল করা হচ্ছে। জাতীয় দলে খেলা এক ক্রিকেটার নারী ক্রিকেটারদের ট্রল করায় বিব্রত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লেখা পোস্ট করেছেন, ‘নারী লাল দল হেরেছে অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের সঙ্গে। হ্যাঁ, এটা সত্যি। হারটা কষ্টের। কিন্তু আরও কষ্টের হলো মানুষের প্রতিক্রিয়া। অনেকেই ভেবেছেন এটা নাকি মূল জাতীয় দলের বিরুদ্ধে ছিল, আবার অনেকে এমনভাবে ট্রল করছে যেন এ মেয়েগুলো বাংলাদেশের না, কোনো ভিনদেশি দল! তাদের কথা শুনে মনে হয়, নারী ক্রিকেটারদের জন্য তাদের কোনো সম্মান, সহানুভূতি বা বিন্দুমাত্র দায়বদ্ধতাও নেই। যারা আজ ট্রল করে মজা নিচ্ছে, তারা কখনো নারী ক্রিকেটের খোঁজ নেয়? গঠনতন্ত্র, ইনফ্রাস্ট্রাকচার, প্রস্তুতির অবস্থা এসব নিয়ে এক দিনও ভাবছে? নারী ক্রিকেটারদের অবদান বা সংগ্রাম নিয়ে তারা কখনো কথা বলে না, অথচ একজন ক্যাপ্টেনের আবেগঘন কথা নিয়েও ট্রল করেছিল কয়েক দিন আগে। এই কি আমরা? এই কি আমাদের মনুষ্যত্ব? আমরা ভুলে যাই, এরা আমাদেরই মেয়ে, বোন। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কঠিন পরিশ্রম করে। সমালোচনা হোক গঠনমূলক, সহযোগিতা হোক হৃদয় থেকে। ট্রল করে, ছোট করে কাউকে দমিয়ে দিয়ে কখনো উন্নতি আনা যায় না। সম্মান দিতে শিখুন, খেলাটাকেও সম্মান করুন।’ বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ভালো করেই জানতেন বালক অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে খেলা কঠিন হবে। শক্তির ব্যবধান থাকলেও প্রস্তুতিটা ভালো হবে জানতেন, ‘বালক অনূর্ধ্ব-১৫ দলই প্রতিপক্ষ হিসেবে সঠিক। এমন একটি দলের সঙ্গে খেলে প্রস্তুতি নেওয়াই ঠিক আছে। বিশ্বকাপের দলগুলোর বোলিং শক্তি অনেকটাই অনূর্ধ্ব-১৫ দলে মতোই।’
শিরোনাম
- কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার
- নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র ততই বাড়ছে : সাইফ আলী খান
- টানা পাঁচ ঘণ্টা ধরে অবরুদ্ধ জবি উপাচার্য-কোষাধ্যক্ষ-প্রক্টর ও রেজিস্ট্রার
- গাজীপুরে ট্রাফিক সদস্যদের স্বচ্ছতা নিশ্চিতে লাগানো হচ্ছে বডিঅন ক্যামেরা
- রাঙামাটিতে ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
- তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
- বরিশালে ট্যাংকলরি শ্রমিকদের ৬ ঘণ্টা কর্মবিরতি পালন
- ‘তরুণদের স্পিরিট কাজে লাগিয়ে দেশ গড়তে হবে’
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা
- কুমিল্লায় একই পরিবারের চারজন নিহত: উল্টোপথে আসা সেই বাস জব্দ
- দুইজন ইউটিউব খুলে সাংবাদিক সেজে চাঁদাবাজি করেই যাচ্ছে : ইলিয়াস
- শরীয়তপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
- আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত
- হল্টের বিধ্বংসী সেঞ্চুরিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স
- মোহাম্মদপুর থানার ওসিসহ ডিএমপির তিন পরিদর্শক বদলি
- গণপিটুনিতে হত্যার বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন
- দুই দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের প্রশাসনিক ভবন অবরোধ
- ফতুল্লা স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার কান্না আসছে : বিসিবি সভাপতি
- রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে তিন দিনের সম্মেলন শুরু
- কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
৪৯ রানে অলআউট নিগাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর