রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতুতে বন্ধুদের নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করতে সেতু থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন নিরব রায় উৎস (১৮) নামের এক কলেজছাত্র। শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজের ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও ওই শিক্ষার্থীর সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। নিখোঁজ নিরব রায় নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের বাসিন্দা তপন রায়ের ছেলে।
রংপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আসাদুজ্জামান ঘটনাস্থল থেকে বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে ডুবরিদলের ছয় সদস্য কাজ করছেন। নদীতে স্রোত খুব বেশি। এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।