বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনালের মাওলানা আবদুল হালিম বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এ ছাড়া অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, নির্বাচন এবং কল্যাণ রাষ্ট্র গঠন জাতীয় জীবনে এখন মুখ্য দাবি। অনতিবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই জাতীয় সনদ হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার। এ সনদ বাস্তবায়নে গড়িমসি না করে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র’ গঠনের দাবিতে জাতীয় ঐক্য জোট কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী আলহাজ মাওলানা আলতাফ হোসাইন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। এ ছাড়া জাতীয় ঐক্য জোটের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী প্যানেল সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী পরিষদের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে খুলনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। গতকাল বিকালে খুলনা মহানগর ও জেলা জামায়াতের আয়োজনে নগরীর ডাকবাংলা-ফেরিঘাট মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
একই দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বিকাল ৩টায় রাজশাহী নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ হয়। গণকপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্টি মোড় দিয়ে সাহেববাজার হয়ে মালোপাড়া গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের মাধ্যেমে দেশে বিপ্লব-পরবর্তী মানুষের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির মাওলানা কেরামত আলী।