রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) চাকরিচ্যুত উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসানকে (৩৫) পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে একদল লোক। শনিবার রাতে নগরীর হজোর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার মাথায় জখম দেখা গেছে। তার বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানি ও ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
ঘটনাস্থলে থাকা জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার অভিযোগ করেন, হাসান দায়িত্বে থাকাকালে বিএনপি-জামায়াতের অসংখ্য নেতা-কর্মীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠান ও সাধারণ মানুষকেও হয়রানি করেন। জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হলে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে চাকরিচ্যুত করা হয়। নগরীর চন্দ্রিমা থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ‘আটকের পর হাসানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের থানায় তার নামে মামলা নেই। তাই তাকে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, হাসানের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির একটা মামলা আছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হবে। অন্য কোনো মামলায় তার সম্পৃক্ততা পাওয়া গেলে সেটাতেও গ্রেপ্তার দেখানো হবে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, মাহবুব হাসান সর্বশেষ নগর ডিবিতে ছিলেন। তারপরই তিনি বরখাস্ত হয়েছেন। তার বিষয়ে বিস্তারিত এখনো জানেন না তিনি।