বাংলাদেশ ট্যাংক লরি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এসএম আসলামের মুক্তির দাবিতে বরিশালে ৬ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মবিরতি পালন করা হয়।
বরিশাল বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হচ্ছে। সেই মামলায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আসলামকে ‘মিথ্যা’ অভিযোগে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। বরিশাল বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মো. কামাল হোসেনের বিরুদ্ধেও মামলা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি। তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। কর্মবিরতি কারণে বরিশাল ও ঝালকাঠির একাধিক ডিপোর তেল লোড-আনলোড বন্ধ ছিল।’
বিডি প্রতিদিন/জামশেদ