গাজীপুরের কোনাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমিনুল ইসলাম নামে এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ও পাঁচটি মুঠোফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে বাইমাইল সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। আমিনুল ইসলাম ওই এলাকার আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আমিনুল রাতে বাসায় ফেরার পথে একটি গাড়ি থেকে দুজন অস্ত্রধারী ব্যক্তি বের হয়ে তার গতিরোধ করে। দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে চাপাতি দিয়ে কোপ দেয়। আশপাশের লোক এগিয়ে এলে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।