নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ থেকে নিখোঁজ জয়নাল সরদার (৬০) নামে এক ভক্তের লাশ পাশের গ্রাম আটপাড়ার ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশটির বিশেষ অঙ্গ কাটা অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। জয়নাল সরদার নড়িয়ার ঘড়িসার ইউনিয়নের ইছাপাশা গ্রামের বাসিন্দা। পেশায় একজন বাবুর্চি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জয়নাল সরদার সুরেশ্বর দরবার শরিফের পীর সাইয়্যেদ শাহীন নূরীর ভক্ত ছিলেন। বুধবার রাত ৮টার দিকে দরবার শরিফে তাঁকে সর্বশেষ দেখা যায়। এর পর থেকেই নিখোঁজ ছিলেন। গতকাল বিকালে স্থানীয়রা আটপাড়া গ্রামের রাস্তার পাশে একটি ডোবার মধ্যে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সুরেশ্বর দরবারের পীর সাইয়্যেদ শাহীন নূরী বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে আমরাও খোঁজাখুঁজি করছিলাম। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে আমি কিছুই জানি না।’
থানার ওসি নাজমুল হাসান জানান, তাঁকে হত্যা করে লাশ ডোবায় ফেলা হয়েছে।