নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার চাকু, দুটি রামদা এবং দুটি ছোরা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর ও ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ইসলামপুর এলাকার কবির হোসেন (৪০) ও সুজন (৩০)। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।