ইরানের সশস্ত্র বাহিনী ভবিষ্যতে ইসরায়েলের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আরও শক্তিশালী এবং ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত।
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ সম্পর্কে ডিফাপ্রেসের সাথে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।
এই জেনারেল বলেন, আল-কুদসের দখলদার সরকারের যেকোনো সম্ভাব্য আক্রমণের প্রতি আমাদের প্রতিক্রিয়া হবে আরও শক্তিশালী, জোরালো ও কার্যকর। সেই প্রতিঘাত ইসরায়েলকে অনুশোচনা করতে বাধ্য করবে।
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয় সম্পর্কে বিশ্বব্যাপী বিশেষজ্ঞ মতামতের কথা উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি বলেন, আমরা ১২ দিনের যুদ্ধে জয়লাভ করেছি এবং ইহুদিবাদী শাসনব্যবস্থার ওপর গুরুতর আঘাত হেনেছি।
ইরানের শাসনব্যবস্থার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভয়াবহ প্রতিশোধের কথা তুলে ধরে তিনি আরও বলেন, আমরা আমাদের হামলার মাধ্যমে এই অপরাধী ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছি।
শেখরচি ইরানের সশস্ত্র বাহিনীর শক্ত প্রস্তুতির কথা জানিয়ে বলেন, যদি ইহুদিবাদী সরকার আরও কোনও পদক্ষেপ নেয়, তবে তাদের শক্তিশালী প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল