মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ করে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দুটি চিঠি প্রকাশ করে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এই চিঠিগুলো যথাক্রমে জাপান ও দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেছেন— “যুক্তরাষ্ট্র জাপান থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে।”
প্রতিবেদনে বলা হয়, দুইটি চিঠির ভাষা প্রায় একরকম এবং একই ধরনের বাণিজ্যিক বার্তা বহন করছে। এর মাধ্যমে ট্রাম্প তার প্রশাসনের ভবিষ্যৎ বাণিজ্যনীতির কৌশলগত দিকগুলো স্পষ্ট করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।
সোমবার বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপানসহ মোট ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প এই ঘোষণা দেন। এর আগে ৯ জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল