বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে দুই দেশের মধ্যে বুধবার (৯ জুলাই) আলোচনা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বর্তমানে আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এক বিবৃতিতে শেখ বশিরউদ্দীন জানান, এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে ভালো কিছুর আশা করছে বাংলাদেশ।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন তালুকদার গণমাদ্যমকে বলেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নতুন শুল্ক আরোপ নিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের একটি বৈঠক হওয়ার কথা ছিল। ইউএসটিআরের পক্ষ থেকে তা স্থগিত করে বুধবার ৯ জুলাই মিটিংয়ের প্রস্তাব দেওয়া হয়, যাতে সম্মতি দিয়েছে বাংলাদেশ। এদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অনলাইনে মিটিং হবে। যুক্তরাষ্ট্র থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সভায় যোগ দেবেন। ঢাকা থেকে অনলাইনে যুক্ত হবেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
এদিকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ৩৫ শতাংশ শুল্ক এখনো চূড়ান্ত নয়। আলোচনা চলমান। ৯ জুলাই পরবর্তী বৈঠক। বাংলাদেশ ভালো কিছুর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং সম্ভাবনা শেষ হয়ে যায়নি।
বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের তরফ থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপের একটি প্রস্তাব এসেছে। একই সঙ্গে তারা একটি নতুন চুক্তির খসড়াও পাঠিয়েছে। এটি বেশ বড় একটি নথি, যা এখনো সম্পূর্ণরূপে পর্যালোচনা করা হয়নি। আমাদের দেখে নিতে হবে তারা কী চাচ্ছে এবং চুক্তির আওতায় কী পরিমাণ ছাড় দেওয়া যেতে পারে।
এর আগে, সোমবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, বাংলাদেশসহ ১৪টি দেশের আমদানি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে।
এর আগে ২ এপ্রিল বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, যা পরে ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়।
তবে ট্রাম্পের ঘোষণার পরেও ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর করার কথা বলা হলেও আলোচনার দরজা খোলা রেখেছে ওয়াশিংটন। এ সময়ের মধ্যেই বাংলাদেশ কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/হিমেল