লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় এবার পাটগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম ও দহগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি মতিয়ার রহমানকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন-রসুলগঞ্জ এলাকার নমির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৪৫) ও দহগ্রাম এলাকার রসিমুদ্দীনের ছেলে মতিয়ার রহমান (৩৮)।
মঙ্গলবার ভোর রাতে বিশেষ অভিযানে তাদের নিজ বাড়ি থেকে আটক করে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় পাটগ্রাম ও হাতিবান্ধা থানায় দায়ের হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত ১৯ জনকে আটক করেছে পুলিশ।
যুবদল ও কৃষক দলের দুই নেতাকে আটকের বিষয়টি পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানায় হামলা ভাঙচুর করে দুই সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যৌথ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়েছে। তাদের লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ভিডিও ফুটেজ ও তথ্য বিশ্লেষণ করে দ্রুত বাকি অভিযুক্তদেরও আইনের আওতায় আনা হবে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই