হুথি বিদ্রোহীরা ইরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির মিডিয়া অফিসের উপ-প্রধান নাসরুদ্দিন আমের বলেছেন, ইসরায়েলিদের ঘুম কেড়ে নেয়া হবে।
হুথির এই নেতা বলেন, ইসরায়েলিদের আশ্রয়স্থলেই জীবন কাটাতে হবে। কারণ কেউ গাজায় আগ্রাসন চালালে হুথি তাদের শান্তিতে ঘুমাতে দেবে না।
রবিবার রাতে ইসরায়েলি যুদ্ধবিমান পশ্চিম ইয়েমেনের হোদেইদাহে কমপক্ষে ২০টি হামলা চালিয়েছে।
হুথি এক বিবৃতিতে বলেছে, গাজা একা নয় এবং নিপীড়নের মুখে ইয়েমেন চুপ থাকবে না। হুথির এই মুখপাত্র বলেন, ইসরায়েল অধিকৃত অঞ্চলের গভীরে ইয়েমেনি হামলা ঠেকাতে পারেনি, পারবেও না।
আমের আরও বলেছেন, গাজার সমর্থনে চালানো অভিযান কেবল তখনই বন্ধ হবে যদি সরায়েলি আগ্রাসন বন্ধ হয় এবং এর অবরোধ তুলে নেওয়া হয়।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে তেল আবিবের বিমান হামলার পর অন্তত একটি ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। এই হামলার ফলে পশ্চিম তীর এবং আল-কুদস এলাকাসহ বেশ কয়েকটি বসতিতে সতর্কতা সাইরেন বেজে ওঠে।
সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আঘাতের আশঙ্কায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল