ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল। তবে তার অবস্থান নিশ্চিত হতে ব্যর্থ হয় তেল আবিব।
মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট এ তথ্য নিজেই জানিয়েছেন।
মার্কিন ওই সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মাসুদ পেজেশকিয়ান বলেন, “হ্যাঁ তারা আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। সে অনুযায়ী তারা কাজও করেছে। তবে তাদের কৌশল ব্যর্থ হয়েছে।”
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “আমি একটি বৈঠকে ছিলাম। আমরা সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করছিলাম। আমাদের অবস্থান নিশ্চিত হতে না পেরে তারা একাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে। তবে তারা ব্যর্থ হয়েছে। তারা জানতে পারেনি আমি ঠিক কোথায় অবস্থান করছিলাম।” সূত্র: টাইমস অব ইসরায়েল, দ্য গার্ডিয়ান, তাস, মিডল ইস্ট আই
বিডি প্রতিদিন/একেএ