চট্টগ্রামের রাউজানে প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। গত সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট, লালিয়ারহাট এবং বড়দিঘীরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শহিদা বেগম (৬০) এবং তার দুই ছেলে নাজিম উদ্দিন (৩৫) ও মো. দিদারুল আলম (৩৩)। তারা সবাই রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগরের তিতাগাজী বাড়ির বাসিন্দা এবং নিহত বকুলের মা ও ভাই।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, গত সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীর চৌধুরীহাট এলাকা থেকে প্রধান আসামি মো. নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বড়দিঘীরপাড় বাজার এলাকা থেকে মো. দিদারুল আলম এবং লালিয়ারহাট এলাকা থেকে মোছা. শহিদা বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রসঙ্গত, গত ৩১ এপ্রিল ঈদুল ফিতরের দিন নুরুল আলম বকুলকে রাউজান উপজেলার এয়াছিন নগরের নিজ বাড়িতে তার মা ও ভাইয়েরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। নিহত বকুল পেশায় প্রকৌশলী ছিলেন। নিজ নামে কেনা জমি নিয়ে ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ছিল। এই বিরোধের জেরে তিনি আদালতে মামলা করেন। এরপর থেকেই বড় ভাই নাজিম উদ্দিনসহ পরিবারের কয়েকজন সদস্য তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন তার ওপর হামলার সময় ছোট ভাই, তার স্ত্রী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. রাজু আহাম্মদ বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ