মুখোমুখি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক, উত্তাপ মার্কিন রাজনীতিতে। গত নির্বাচনে ট্র্রাম্পের বিজয়ে বিপুল অর্থ ঢালা ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের অবনতির পর মাস্ক কর্তৃক শনিবার ‘আমেরিকা পার্টি’ গঠনের আনুষ্ঠানিক ঘোষণার পরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ ট্রাম্প লিখেছেন, এটা ‘বিধ্বস্ত ট্রেনের ধ্বংসস্তূপ’। এটা দিয়ে কাজ হবে না, কারণ আমেরিকায় কখনোই তৃতীয় পার্টির জন্য প্রস্তুত নয়। এর আগেও তৃতীয় পার্টি হিসেবে অনেকে মাঠে নেমেছেন কিন্তু কখনোই সফলতা পায়নি। এটা শুধু নানাভাবে প্রতিবন্ধকতা এবং দ্বন্দ্ব-সংঘাত তৈরি করবে। নিউজার্সির মরিসটাউন থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প উল্লেখ করেন, ‘আমার দৃষ্টিতে তৃতীয় কোনো দল খোলা হাস্যকর। রিপাবলিকান পার্টিতে আমাদের অসাধারণ সফলতা আছে। ডেমোক্র্যাটরা পথ হারিয়ে ফেলেছে কিন্তু এটা সবসময় দ্বিদলীয় ব্যবস্থাতেই সীমাবদ্ধ থেকেছে, আমার মনে হয় তৃতীয় একটি দল খোলায় কেবল বিভ্রান্তিই যোগ হবে। মনে হচ্ছে, আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা দুই দলকে মাথায় রেখেই তৈরি হয়েছে। তৃতীয় দল কোনোদিনই সফল হয়নি, কাজেই মাস্ক চাইলে এটা নিয়ে মজা করতেই পারেন, কিন্তু আমার দৃষ্টিতে ব্যাপারটা হাস্যকর।’ সাংবাদিকদের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প টেসলা প্রধানকে নিয়ে আরও বলেছেন, ‘ইলোন যে পুরোপুরি পথভ্রষ্ট হয়ে পড়েছেন, গত ৫ সপ্তাহে তিনি যে বিপর্যস্ত অবস্থায় চলে গেছেন তা দেখে আমি মর্মাহত’। শুক্রবার কর কমানো ও বিপুল ব্যয়ের ‘বিগ, বিউটিফুল বিলে’ স্বাক্ষর করে একে আইনে পরিণত করেন ট্রাম্প। পরদিনই মাস্ক এর প্রতিক্রিয়ায় ‘আমেরিকা পার্টি’ নামে তৃতীয় একটি দল খোলার ঘোষণা দেন। ট্রাম্পের এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে বলেও মাস্ক সতর্ক করেছেন। ‘তিনি যদি ঋণ ৫ ট্রিলিয়ন ডলার বাড়াবেনই, তাহলে ডিওজিই-র দরকার কী ছিল?’ রবিবার এক্সে এমনটাই লিখেছেন তিনি। ডিওজিই বলতে তিনি বুঝিয়েছেন ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সিকে’। ট্রাম্প এ দফায় ক্ষমতায় আসার পর সরকারি কর্মীবাহিনীর আকার ছোট করতে এ বিভাগটি খুলেছিলেন, শুরু থেকে কয়েক মাস এর নেতৃত্বে ছিলেন মাস্ক।
শিরোনাম
- ইলন মাস্ককে রাজনীতি থেকে দূরে থাকতে বললেন মার্কিন মন্ত্রী
- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষকদলের সদস্য সচিব বহিষ্কার
- জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নামে নামকৃত চত্বর ও সড়ক উদ্বোধন
- ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- ‘জুলাই শহিদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব’
- জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ
- পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত না মেনে পদোন্নতি প্রক্রিয়ার বিরুদ্ধে এফডিসিতে বিক্ষোভ
- মাগুরায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে টাইগাররা
- সাভারে পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- ভোট দেব সন্দ্বীপে, এমপি হবে 'মালদ্বীপে' : নবীউল্লাহ নবী
- ইরানের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল: রিপোর্ট
- এশিয়ান কাপ নিশ্চিত করে ৫০ লাখ টাকা পাচ্ছে নারী দল
- রাজনৈতিক পরিবর্তন ছাড়া ব্যাংকের কোনও নীতিমালাই কাজ করবে না: গভর্নর
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, আকাশে ১৮ কিলোমিটার উঁচু ছাইয়ের স্তম্ভ
- বাগেরহাটে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার প্রস্তুতিসভা
- সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন হামজা-জামালরা
- মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব
- নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, বাতিলের দাবিতে অবস্থান
- এবার আনিসুল, হাওলাদার ও চুন্নুকে জাপা থেকে অব্যাহতি
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫
আপডেট:
০২:২৫, মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫
মুখোমুখি ট্রাম্প ও ইলন, উত্তাপ মার্কিন রাজনীতিতে
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর